সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
সেনাবাহিনীর সহায়তায় বনবিভাগ কর্তৃক এলাকার জনগণের অর্থায়নে নির্মাণাধীন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভেঙে দেয়ার প্রতিবাদে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে।
অবরোধের কারণে পর্যটন সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর দুপুরে সাজেক ইউনিয়নের মাজলঙের এগোজ্জ্যোছড়ি (১৪ কিলো) নামক স্থানে স্থানীয় জনগণের অর্থায়নে নির্মাণাধীন একটি প্রাথমিক বিদ্যালয় সেনাবাহিনীর সহায়তায় বনবিভাগ কর্তৃক ভাঙচুর ও বিদ্যালয়ের সরঞ্জামাদি নিয়ে যায়। এর প্রতিবাদে এলাকাবাসী সেদিনই তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রদর্শন ও সড়ক অবরোধ করে। তারা নিয়ে যাওয়া বিদ্যালয়ের সরঞ্জামাদি যথাস্থানে ফেরত দেওয়ার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়।
কিন্ত উক্ত সময়ের মধ্যে এ বিষয়ে কোন সমাধান না হওয়ায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি, সাজেক কার্বারি এসোসিয়েশন, ভূমি রক্ষা কমিটি ও জুমিয়া কল্যাণ সমিতির নেতৃত্বে এলাকাবাসী গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক পর্যটন সড়ক অবরোধের ঘোষণা দেয়।
এদিকে, বিষয়টি সমাধানের জন্য আজ (মঙ্গলবার) সকাল ৯টায় সেনাবাহিনী ও বনবিভাগের পক্ষ থেকে স্থানীয় মুরুব্বীদের সাথে আলোচনায় বসার কথা রয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
