সাজেকে এক নিরীহ ব্যক্তির ঘর ভেঙ্গে দিয়েছে সেনাবাহিনী!

সাজেক প্রতিনিধি ।। রাঙামাটির সাজেকে সেনাবাহিনী কর্তৃক বিশ্বজিৎ চাকমা (৫৫), পিতা- মৃত গুণগন্ডা চাকমা নামে এক নিরীহ ব্যক্তির নির্মাণাধীন ঘর ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উলুছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উলুছড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ চাকমা একজন নিরীহ, অসহায় ও গরীব মানুষ। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগীতায় তিনি একটি ঘর নির্মাণ করছেন। টাকার অভাবে এখনো ঘরের চালে টিন লাগাতে পারেননি। এলাকার মানুষের সহযোগীতায় কোন রকমে ঘরটিতে বেড়া দিয়ে রেখেছেন।
কিন্তু আজ হঠাৎ করে টাইগারটিলা সেনা ক্যাম্প (বাঘাইহাট জোনের অধীন) থেকে ১০/১২ জনের একদল সেনা সদস্য সেখানে গিয়ে তার নির্মাণাধীন ঘরের বেড়াগুলো ভেঙ্গে/খুলে ফেলে দেয়। ফলে তিনি এখন আরো বেশি অসহায় হয়ে পড়েছেন।
তবে কী কারণে তার ঘরটি ভেঙে দেয়া হয়েছে তা জানা যায়নি।
অভিযোগ পাওয়া গেছে, বর্তমানে সাজেকে নতুন করে ঘর নির্মাণ করতে হলে সেনাবাহিনীর কাছ থেকে অনুমতি নিতে হয়। অন্যথায় জরিমানা দিতে হবে, নতুবা মিথ্যা মামলায় ফাঁসানো হবে।
এলাকাবাসীরা জানান, সাজেক এলাকায় বসবাসকারী পাহাড়িরা অনেকেই কাপ্তাই বাঁধের উদ্বাস্তু, অনেকে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে জমি-জমা, বসতভিটা হারিয়ে সাজেক এলাকায় বসত গড়ে তুলেছেন। কিন্ত বতর্মানে সেখানেও তারা সুখে-শান্তিতে থাকতে পারছেন না। তাদেরকে সেখান থেকেও উচ্ছেদ করে দেয়ার জন্য যা যা করা দরকার তা করা হচ্ছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন