সাজেকে কলেজ নির্মাণ সামগ্রী পাহারাদারদের তাড়িয়ে দেয়ার অভিযোগ!

সাজেকে নির্মাণাধীন কলেজ, যেখানে গত ১৩ জুন বনবিভাগ স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। #ফাইল ছবি
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
রাঙামাটির সাজেকে কলেজ নির্মাণ সামগ্রী পাহাদারদের সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জনান, আজ (মঙ্গলবার) দুপুর ১২টার সময় বাঘাইহাট সেনাজোন থেকে একটি পিকআপে করে একদল সেনা সদস্য এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে নির্মাণাধীন কলেজের স্থানে গিয়ে কলেজ নির্মাণে ব্যবহার্য রদ, সিমেন্ট, ইট, কাঠ, মিস্ত্রি সরঞ্জাম ও যাবতীয় মালামালের পাহারাদারদের ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে।
গত ১৩ জুন বাঘাইছড়ি ইউএনও শিরীন আক্তারের নির্দেশ ও বনবিভাগ কর্তৃক স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়ার পর থেকে কলেজ নির্মাণের কাজ স্থগিত ছিল। যার কারণে কলেজ নির্মাণ কমিটি পাহারাদার নিয়োগ করে নির্মাণ সামগ্রীগুলো পাহারা দেয়ার ব্যবস্থা করে।
উল্লেখ্য, ইউএনও এবং বনবিভাগ কর্তৃক কলেজ নির্মাণে নিষেধাজ্ঞার প্রতিবাদে গত ১৬ জুন সাজেক এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দেন।
কিন্তু এখনো সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে কলেজ নির্মাণ কমিটির একজন বলেন, আমরা প্রশাসনের নির্দেশ মেনে কলেজ নির্মাণ কাজ স্থগিত রেখেছি। নির্মাণ সামগ্রীগুলো যাতে চুরি হয়ে না যায় সেজন্য পাহারাদার নিয়োগ করেছি। কিন্তু আজ সেনাবাহিনীর সদস্যরা পাহারাদারদের ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে। এ ঘটনা থেকে স্পষ্ট হলো যে, মূলত সেনাবাহিনীই সাজেকে কলেজ নির্মাণ হোক তা চায় না।
তিনি কলেজ নির্মাণের প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে সাজেকের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষার সুযোগদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা কাছে বিনীত আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।