সাজেকে সেনাক্যাম্প কমাণ্ডার কর্তৃক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ প্রচেষ্টার ঘটনায় দুই নারী সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

রাঙামাটির সাজেক ইউনিয়নের লক্ষীছড়ি সেনাক্যাম্প কমান্ডার কর্তৃক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের প্রচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দুই নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান সংবাদ মাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

নেত্রীদ্বয় দেশের বিচারব্যবস্থা ও প্রশাসনিক দুর্বলতার কথা তুলে ধরে বলেন, পার্বত্য চট্রগ্রামে ধর্ষণ এবং ধর্ষণের প্রচেষ্টার ঘটনা নতুন নয়। বিগত ২০১৮ সালে রাঙামাটির বিলাইছড়িতে একইভাবে সেনাবাহিনীর সদস্য কর্তৃক দুই মারমা বোন ধর্ষণ-নিপীড়নের শিকার হয়েছিল। কিন্তু তার বিচার এখনও হয়নি। এসব ঘটনার বিচার ও দোষীদের শাস্তি না হওয়ার  কারণে তার ধারাবাহিকতায় সাজেকের লক্ষীছড়িতে সেনাক্যাম্প কমাণ্ডার মো. আওয়াল কর্তৃক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটেছে।

বিবৃতিতে তারা আরো বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে হাসিনা সরকারের পতন পরবর্তী ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশে নানা সংস্কারের কথা বললেও পার্বত্য চট্টগ্রামে বেলায় নিশ্চুপ রয়েছে। এ সরকারও পূর্ববর্তী সরকারের ন্যায় পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন জিইয়ে রেখে নিপীড়ন নির্যাতন জারি রেখেছে। ফলে পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতন, ভূমি বেদখলসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেই চলেছে।

নেত্রীদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, সেনাবাহিনী সমতলের মানুষের রক্ষক হিসেবে আবির্ভূত হলেও পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের বেলায় তারা ভক্ষকের ভূমিকা পালন করছে। ফলে রাত-বিরাতে পাহাড়িদের ঘরবাড়িতে তল্লাশির নামে  হয়রানিসহ নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে।

বিবৃতিতে তারা অবিলম্বে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ প্রচেষ্টায় জড়িত সাজেকের লক্ষীছড়ি সেনাক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার (সুবেদার) মো. আওয়ালকে চাকরি থেকে বরখাস্তসহ যথাযথ শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) রাতের আঁধারে রাঙামাটির সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুর্গম লক্ষীছড়িমুখ গ্রামে স্থানীয় লক্ষীছড়ি সেনাক্যাম্প কমাণ্ডার ওয়ারেন্ট অফিসার (সুবেদার) মো. আওয়াল এক প্রতিবন্ধী নারীকে (২৮) ধর্ষণের প্রচেষ্টা চালায়। এ সময় সেনা সদস্যরা ভুক্তভোগী নারীর স্বামীকেও ধরে নিয়ে শারিরীক নির্যাতন ও হেনস্তা করে বলে অভিযোগ পাওয়া গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More