সাজেকে সেনাবাহিনী কর্তৃক পিসিপি’র ৩ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে নান্যাচরে বিক্ষোভ
নান্যাচর : রাঙামাটির সাজেকে সেনাবাহিনী কর্তৃক পিসিপি’র ৩ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে নান্যাচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) নান্যচর থানা শাখা।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ ২০১৭) সকাল ১০টায় মিছিলটি নান্যচর হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাঠে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রিটন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র নান্যচর থানা শাখার সভাপতি জয়ন্ত চাকমা ও তথ্য প্রচার সম্পাদক জোনাল চাকমা।
বক্তারা সাজেকে সেনাবাহিনী কর্তৃক অন্যায়ভাবে পিসিপি’র ৩ নেতাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে অপারেশন উত্তরণ নামে সেনা শাসন জারি রাখার ফলে সেনাবাহিনী অন্যায়ভাবে ধরপাকড়, নারী নির্যাতন, সেটলারদের ভূমি বেদখলে উৎসাহ প্রদান অব্যাহত রেখেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দমনমূলক অগণতান্ত্রিক ‘১১ নির্দেশনার’ পর হতে এর মাত্রা আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় পিসিপি’র ৩ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
বক্তারা অবিলম্বে আটক তিন পিসিপি নেতার নিঃশর্ত মুক্তি, অন্যায় ধরপাকড় বন্ধ ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দমনমূলক অগণতান্ত্রিক ১১ নির্দেশনা বাতিলের দাবি জানান।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১টার সময় বাঘাইহাট জোনের একদল সেনা সদস্য সাজেকের রেতকাবা গ্রামের একটি বাড়ি থেকে পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক রিপন আলো চাকমা, তথ্য প্রচার সম্পাদক সুমন চাকমা ও সাজেক থানা শাখার সাংগঠনিক সম্পাদক রূপায়ন চাকমাকে গ্রেফতার করে। সাংগঠনিক কাজ শেষে তারা ঐ বাড়িতে অবস্থান করছিলেন। গ্রেফতারের পর তাদেরকে জোনে নিয়ে গিয়ে শারিরীক নির্যাতনের পর বুধবার বিকালে তাদেরকে সাজেক থানায় হস্তান্তর করে মিথ্যা মামলা দিয়ে রাঙামাটি জেল হাজতে পাঠানো হয়।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।