সাজেকে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফ সদস্যের বাড়িতে তল্লাশি, স্ত্রীকে শারিরীক নির্যাতন
সাজেক প্রতিনিধি।। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ডানে বাইবা ছড়া এলাকায় ইউপিডিএফ সদস্য সুমন চাকমার বাড়িতে তল্লাশি ও তার স্ত্রীকে শারিরীক নির্যাতন চালিয়েছে বাঘাইহাট জোনের সেনাবাহনীর সদস্যরা।
আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোর ৫টার সময় বাঘাইহাট জোনের একদল সেনা সদস্য ডানে বাইবা ছড়ায় অবস্থিত সুমন চাকমার বাড়িতে গিয়ে প্রথমে ফায়ার করে আতঙ্ক সৃষ্টি করে। পরে বন্দুক তাক করে বাড়িতে থাকা সুমন চাকমার স্ত্রী ও তার দুই কন্যাকে বাড়ি থেকে বের হতে বলে। তারা বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে সেনারা বাড়ির ভিতর ঢুকে বিভিন্ন জিনিসপত্র বার বার তল্লাশি চালায় এবং সুমন চাকমাকে খোঁজ করে।
এ সময় সেনারা সুমন চাকমার স্ত্রীকে চোখ বেঁধে দিয়ে গুলি করবে বলে হাতে থাকা বন্দুকের নল দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
ব্যাপক তল্লাশি চালিয়েও বাড়িতে অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা চলে যাওয়ার সময় আবার এসে বাড়ি ভেঙে দেবে বলে হুমকি দিয়ে যায়।
এছাড়া আশে-পাশের কয়েকটি বাড়িতেও সেনারা তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে।
এদিকে সকাল ৭টায় পাওয়া খবরে জানা গেছে, সেনাবাহিনীর অপর একটি দল বঙ্গলতলী এলাকায় জারুলছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লক্ষ্মী চাকমার বাড়িসহ পাড়ার অপরাপর বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এর বিস্তারিত জানা যায়নি।
———————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।