সাজেকে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, জনমনে আতঙ্ক

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
রাঙামাটির সাজেক পাহাড়ে ও কাজলং নদীর উপত্যকায় সেনাবাহিনীর ব্যাপক অভিযানে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। গত ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযান এখনো চলমান রয়েছে।
সাজেক পাহাড়ের জামপাড়া, হগরা হিজিং ও শেলতাই গ্রামে দেড় শতাধিক সেনা সদস্য অবস্থান করছে। এছাড়াও কাজলং উপত্যকার চেল্যাতুলী, লাম্বাবাগ ও ভুয়োছড়িতে সেনাবাহিনীর বাঘাইহাট জোন থেকে শতাধিক ও গঙ্গারাম লক্ষীছড়ি ক্যাম্প থেকে ৪০ জন সেনা সদস্য অভিযান চালাচ্ছে।
স্থানীয় জনগণের আশঙ্কা সেনাবাহিনী অভিযানের নামে অস্ত্র উদ্ধারের নাটক মঞ্চস্থ করে উক্ত এলাকায় সেনাক্যাম্প সম্প্রসারণ এবং সাধারণ জনগণের উপর নিপীড়ন- হয়রানি, বাড়িঘর তল্লাশির মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত করতে পারে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।