সাজেকের ডুলুছড়ি থেকে অপহৃত তিন জুম চাষীকে ছেড়ে দিয়েছে সন্তু গ্রুপ

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের ধনপাদা-জারুলছড়ি সীমান্তবর্তী রাঙামাটির সাজেক ইউনিয়নের অন্তর্গত ডুলুছড়ি থেকে আজ শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সকালে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক অপহৃত তিন জুমচাষীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আজ সন্ধ্যা সাড়ে ৬টার সময় তাদেরকে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের ধনপাদা এলাকার বিচ্ছিছড়া থেকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে।
ভুক্তভোগীরা হলেন- ১. বাদিবুক্যা চাকমা (৩৪), পিতা- রূপধন চাকমা, গ্রাম- জারুলছড়ি, বাবুছড়া ইউনিয়ন, দীঘিনালা, খাগড়াছড়ি, ২. কালাবাত্যা চাকমা (২৫), পিতা-মদন চাকমা, গ্রাম- জারুলছড়ি, বাবুছড়া ইউপি, দীঘিনালা ও ৩. স্বপন বিকাশ চাকমা (২৫), পিতা- বিমলেন্দু চাকমা, গ্রাম- মগ্যা কার্বারি পাড়া (রাস্তামাথা), বাবুছড়া ইউপি, দীঘিনালা, খাগড়াছড়ি। তারা সবাই ডুলুছড়ি এলাকায় জুম চাষ করে জীবিকা নির্বাহ করেন।
সকাল ৮:৪৫টার সময় সন্তু গ্রুপের সশস্ত্র কমান্ডার রমেশ চাকমা, সদস্য ইশান চাকমা সহ ১৩ জনের একটি দল উক্ত তিন জুম চাষিকে অপহরণ করে নিয়ে যায়। এ নিয়ে সিএইচটি নিউজে খবর প্রকাশিত হয়।
অপহরণের প্রায় ১০ ঘন্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার সময় দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের অধীন ধনপাদার বিচ্ছিছড়া থেকে সন্ত্রাসীরা অপহৃতদের ছেড়ে দেয়।
ছাড়া পাওয়ার পর তারা নিজ নিজ বাড়িতে এসে পৌঁছেছেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
এদিকে, বিচ্ছিছড়া এলকায় সন্তু গ্রুপের ৬০ জনের একটি সশস্ত্র হল অবস্থান নিয়েছে স্থানীয়রা জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।