সাজেকের মাজলঙে গুইমারার ৩ শহীদের সদগতি কামনায় বিশেষ প্রার্থনা সভা

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
খাগড়াছড়ি গুইমারা রামসু বাজারে সেনা-সেটলারের হামলায় শহীদ হওয়া আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার সদগতি, গুরুতর আহতদের আরোগ্য লাভ ও বিশ্ব শান্তি কামনায় সাজেকের মাজলঙে উজ্জেঙছড়ি জনবল বৌদ্ধ বিহার, মাজলং স্বধর্ম বৌদ্ধ বিহার ও সাজেক বন বিহারে (এগোজ্যাছড়ি) অষ্ট পরিষ্কার দান ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) উজ্জেঙছড়ি জনবল বৌদ্ধ বিহারে বিকাল ৩ টা হতে ৪.৩০টা; মাজলং স্বধর্ম বৌদ্ধ বিহারে বিকাল ৫ টা হতে ৭ টা ও সাজেক বন বিহারে(এগোজ্যাছড়ি) সন্ধ্যা ৬টা হতে ৭:৩০টায় এই বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
ধর্মীয় গুরুরা আন্দোলনে নিহতদের আত্মার সদগতি কামনায় সূত্র পাঠ করে নিজেদের অর্জিত পূণ্যরাশি দান করেন।

গণপ্রার্থনা সভায় বক্তব্য রাখেন, উজ্জেঙছড়ি জনবল বৌদ্ধ বিহারের সমাজ সেবক ইত্তম চাকমা, যুব নেতা অজন চককমা।
মাজলঙ স্বধর্ম বৌদ্ধ বিহারে বক্তব্য রাখেন সমাজ কর্মী বিধান চাকমা ও বিশিষ্ট মুরুব্বী রতন চাকমা।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর গুইমারায় ‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’ কর্তৃক তিন শহীদের সম্মানে আয়োজিত স্মরণসভা থেকে আজকের এই প্রার্থনা’র কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় মারমা কিশোরী ধর্ষণের বিচার ও সকল ধর্ষককে গ্রেফতার-শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার আহ্বানে গুইমারার রামসু বাজার এলাকায় সড়ক অবরোধ পালনকালে সেনাবাহিনী ও সেটলাররা হামলা চালায়। এতে সেনাবাহিনীর গুলিতে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা নিহত হন এবং আরো অনেকে গুরুতর জখম হন। এছাড়া সেটলাররা রামসু বাজার ও আশেপাশের পাহাড়িদের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করে প্রভুত ক্ষতিসাধন করে।
আর সাজেক বনবিহারে (এগোজ্যাছড়ি) শুধুমাত্র প্রার্থনা অনুষ্ঠিত হয়। সময় সংক্ষিপ্ততার কারণে সভায় কেউ বক্তব্য দেননি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
