সাজেকের মাজলঙে জুমিয়া কৃষকদের কাজে সহযোগিতা দিচ্ছে ডিওয়াইএফের নেতা-কর্মীরা

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
রাঙামাটির সাজেক ইউনিয়নের মাজলঙে গরীব জুমিয়া কৃষকদের ক্ষেত থেকে হলুদ তোলা, হলুদ ভাঙা/পরিষ্কার করা ও সিদ্ধ করার কাজে সহযোগিতা দিচ্ছে গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর মাজলঙ শাখার নেতা-কর্মীরা।
আজ বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৫টা হতে সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় ডিওয়াইএফ’র মাজলঙ শাখার সভাপতি অজন চাকমার নেতৃত্বে একটি টিম এ সহযোগিতার কাজ শুরু করেন বলে জানা গেছে।
যুবনেতা অজন চাকমা বলেন, সংগঠনের শেকড় হচ্ছে সাধারণ জনগণ। জনগণ ও সংগঠন এক মন এক প্রাণ হলে অসাধ্য কাজ সাধিত হয়। তাই আমাদের সংগঠন রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি জনসেবামূলক কাজও করে যাচ্ছে। এলাকায় যারা অর্থনৈতিকভাবে অস্বচ্ছল তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা মাস ব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছি। আজ থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।
সহযোগিতা পেয়ে এক কৃষক সংগঠনের নেতা-কর্মীদের ধন্যবাদ দিয়ে বলেন, আর্থিক সংকটের কারণে জুম থেকে হলুদ তোলার জন্য শ্রমিক নিতে পারছি না। সংগঠনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
