সাবেক চাকমা সার্কেল চীফ ত্রিদিব রায়ের জীবনাবসান

0
নিজস্ব প্রতিবেদক
সিএইচটিনিউজ.কম
চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়ের বাবা ও সাবেক চাকমাসার্কেল চিফ রাজা ত্রিদিব রায়ের জীবনাবসান হয়েছে। গতকাল সোমবার সকালে পাকিস্তানের ইসলামাবাদে নিজবাসভবনে পরলোকগমন করেছেনবার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন বলে রাজ পরিবারের সূত্রে জানা গেছে।সাবেকরাজা ত্রিদিব রায় পাকিস্তান সরকারের পক্ষে আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলিতেরাষ্ট্রদূত এবং পাকিস্তান সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীরদায়িত্ব পালন করেন
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাজা ত্রিদিব রায় পাকিস্তানে চলে যান। গত ৪২ বছর ধরে তিনি পাকিস্তানের  ইসলামাবাদে বসবাস করে আসছিলেন

উল্লেখ্য, ১৯৩৩ সালের ১৪ মে রাজা ত্রিদিব রায় চাকমা রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন১৯৫৩ সাল থেকে ১৯৭১ সালে বাংলাদেশ ত্যাগ করার আগ পর্যন্ত চাকমা সার্কেল চিফহিসেবে দায়িত্ব পালন করেন

পরে ১৯৭৭ সালে তার অনুপস্থিতিতেই তার ছেলে বর্তমান সার্কেল চিফ দেবাশীষ রায় রাজার দায়িত্বভার গ্রহণ করেন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More