সিএইচটি রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে নান্যাচরে পিসিপি-ডিওয়াইএফ’র বিক্ষোভ

নান্যাচরে প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪
আদালতের মাধ্যমে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবিতে রাঙাামাটির নান্যাচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) নান্যাচর উপজেলা শাখা।
আজ মঙ্গলবার (০৯ জুলাই ২০২৪) দুপুর ১:০০ টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ডিওয়াইএফ’র নান্যাচর উপজেলা শাখার সভাপতি প্রিয়তন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সদস্য জয়েস চাকমা ও পিসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য রিপন চাকমা। সমাবেশের আগে মিছিল করা হয়।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের প্রথাগত শাসনব্যবস্থা ও অস্তিত্ব বিলুপ্ত করে দেওয়ার জন্য সরকার একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ১৯০০ সালের শাসনবিধি বিলুপ্তিকরণের ষড়যন্ত্র তারই অংশ। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিগোষ্ঠীদের সুরক্ষার জন্য ব্রিটিশ সরকার ১৯০০ সালের এই আইনটি প্রণয়ন করে। এটি চিটাগং হিল ট্রাক্টস রেগুলেশন বা পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন নামে অভিহিত করা হয়। এই রেগুলেশনটি পার্বত্য চট্টগ্রামে জাতিসত্তাদের সুরক্ষা দিয়ে আসছে। কিন্তু সরকার বিশেষ একটি মহলকে দিয়ে এই আইনটি বাতিলের ষড়যন্ত্র করে যাচ্ছে। সরকারের একটি অংশ পাহাড়িদের একেবারে নিশ্চিহ্ন করতে চায়। এই রেগুলেশনের ওপর হাত দেয়া মানে পাহাড়িদের অস্তিত্বের ওপর হাত দেয়ার সামিল। তাই সরকার যাতে এটি করতে না পারে সেজন্য আমাদের আন্দোলন চলছে, এবং ভবিষ্যতেও চলবে।

বক্তারা আরো বলেন, সিএইচটি রেগুলেশন বলবৎরাখার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার আদালতের মাধ্যমে দু’জন সেটলার বাঙালির রিভিউ পিটিশন গ্রহণ করে সেখানে রাজা, হেডম্যান, কার্বারিসহ প্রথাগত আইনের অনেক ধারা বাতিলের সুপারিশ করা হয়েছে। এটা বাস্তবায়ন করা হলে এই আইনটি তার ঐতিহাসিক কার্যকারিতা হারাবে এবং পাহাড়িরা চরম ক্ষতিগ্রস্ত হবে।
সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বলবৎরেখে পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তাদের প্রথাগত অধিকার সুরক্ষার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।