সিন্দুকছড়িতে এক গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নের পক্ষীমুড়ো গ্রামে সেনাবাহিনী এক নিরীহ গ্রামবাসীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১৯ মার্চ ২০২৫) রাত ৮টার সময় সিন্দুকছড়ি সেনা জোন থেকে একদল সেনা সদস্য পক্ষীমুড়ো গ্রামে গিয়ে নিরীহ গ্রামবাসী নিরুপন চাকমা (২৭), পিতা- বুদ্ধ মুনি চাকমা-এর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়।
তার বাড়িতে কথিত “সন্ত্রাসী” রয়েছে অজুহাতে তল্লাশি চালালেও সেনারা সে ধরনের কাউকে পায়নি।
আরও জানা গেছে, তল্লাশির পর কোন কিছু না পেয়ে সেনারা ঘটনাটি কাউকে না জানাতে নির্দেশ দেয় এবং সেনা জোন থেকে ঐ বাড়ির মালিককে ২ হাজার টাকা দিতে সেখানে তল্লাশি অভিযানে থাকা সেনা কমাণ্ডারকে বলা হয়। কিন্তু সেখানে দায়িত্বে থাকা সেনা কমাণ্ডার ২ হাজার টাকা না দিয়ে তাকে (বাড়ির মালিককে) ১ হাজার টাকা দেন। পরে সেনারা সেখান থেকে ক্যাম্পে ফিরে যায়।
এদিকে, সেনাবাহিনীর এমন হয়রানিমূলক কর্মকাণ্ডে এলাকার সাধারণ জনগণ ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তারা অযথা সাধারণ জনগণকে হয়রানি না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।