সিন্দুকছড়িতে পাহাড়ি স্কুলছাত্রীকে যৌন হেনস্তা, উত্তেজনা

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে ৮ম শ্রেণির এক পাহাড়ি স্কুলছাত্রীকে (১৪) জনৈক সেটলার বাঙালি কর্তৃক যৌন হেনস্তার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে স্কুলে যাওয়ার পথে ওই সেটলার দুর্বৃত্ত স্কুলছাত্রীকে আটকিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হেনস্তা করে।
এক পর্যায়ে ওই ছাত্রী চিৎকার দিলে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা এগিয়ে এসে যৌন হেনস্তাকারী সেটলারকে ধরে ফেলে।
পরে সিন্দুকছড়ি জোন থেকে একদল সেনাসদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে রক্ষার চেষ্টা করছে।
এতে স্থানীয় শিক্ষার্থী-জনতা বিক্ষোভ প্রদর্শন করেছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছে। বর্তমানে এ নিয়ে উত্তেজনা চলমান রয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।