সিন্দুকছড়িতে সোহেল ত্রিপুরার বসতভিটা দখল করে অবকাঠামো নির্মাণের উদ্যোগ!

গুইমারা প্রতিনিধি ।। গুইমারার সিন্দুকছড়ি ইউনিয়নের ললিন্দ্র পাড়ার বাসিন্দা সোহেল ত্রিপুরার বসতভিটা দখল করে সেখানে অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী! ইতোমধ্যে জায়গাটির মাটি কেটে সমান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) সেখানে বাঁশ-কাঠ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ১৭ জুলাই সোহেল ত্রিপুরা সেনাবাহিনীর হুমকি ও চাপের মুখে নিজের ঘরটি ভেঙে ফেলতে বাধ্য হয়েছিলেন।
সে সময় তাকে সিন্দুকছড়ি জোনে ডেকে পাঠিয়ে তার ঘরটি ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হয় এবং ঘরটি না ভাঙলে জায়গাটি (বসতভিটা) দখল করে নেয়ার হুমকি দেওয়া হয়। আর এতে ভীত সন্ত্রস্ত হয়ে তিনি ঘরটি ভেঙে ফেলেন।
কিন্তু ঘরটি ভেঙেও রক্ষা হচ্ছে না তার বসতভিটা। এখন সেখানে সেনাবাহিনী অবকাঠামো নির্মাণের কাজ শুরু করেছে।
তারও আগে ১২ জুন উক্ত ইউনিয়নের পঙ্খী মুড়োয় দখল করা হয়েছিল সনে রঞ্জন ত্রিপুরা নামে এক গ্রামবাসীর জায়গা ও বসতভিটা। তার নির্মাণাধীন বাড়িও ভেঙে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
>> সিন্দুকছড়িতে হুমকি ও চাপের মুখে নিজের ঘর ভাঙতে বাধ্য হলেন সোহেল ত্রিপুরা
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।