স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণিতে পড়ুয়া পাহাড়ি স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেফতার-শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকে খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি স্বতঃস্ফুর্তভাবে পালিত হয়েছে। অবরোধের কারণে প্রায় অচল হয়ে পড়ে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ ব্যবস্থা।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ পালন করা হয়।
এর আগে গতকাল (বুধবার) খাগড়াছড়ি শহরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে জুম্ম ছাত্র জনতা এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। অবরোধে তিন সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম সমর্থন জানায়।
অবরোধের সমর্থনে জুম্ম ছাত্র-জনতা আজ সকাল ৬টা থেকে জেলার বিভিন্ন সড়কে পিকেটিং শুরু করে। তারা খাগড়াছড়ি সদরের খাগড়াছড়ি টু ঢাকা-চট্টগ্রাম-রাঙামাটি সড়কের চেঙ্গী ব্রীজ এলাকা, টেকনিক্যাল স্কুল-নারাঙহিয়া, স্বনির্ভর এলাকা; ঢাকা-খাগড়াছড়ি সড়কের রামগড়, চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা, খাগড়াছড়ি–পানছড়ি সড়কের সিঙ্গিনালা, পেরাছড়া, ভাইবোনছড়া এলাকা; খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক সড়কের চার মাইল, নয় মাইল এলাকা; দীঘিনালায় বাবুছড়া সড়কসহ বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে নানা শ্লোগান দিয়ে পিকেটিং করে।
অবরোধ সফল করতে রামগড়ে ঢাকা টু খাগড়াছড়ি-জালিয়া পাড়া সড়কের যৌথ খামার এলাকায় প্রায় ৩০০ জন শিক্ষার্থী-জনতা অংশ নেন। অপরদিকে রামগড় সীমান্ত সড়কের বনবিহারের পাশ্বর্বতী এলাকায় ১০০ জনের মত শিক্ষার্থী-জনতা সড়কে অবস্থান নিয়ে অবরোধ পালন করেন। এ সময় অবরোধকারী শিক্ষার্থী-জনতা স্কুলছাত্রীকে ধর্ষণের বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে তোলেন। কোন গাড়ি চলাচল করতে দেয়নি। ফলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে।

অপরদিকে, দীঘিনালা-বাবুছড়া সড়কে অবরোধ সফল করতে নামে এলাকার শিক্ষার্থীরা। তারা সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ পালন করেন।
অবরোধের কারণে খাগড়াছড়ি শহর থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। ঢাকা-চট্টগ্রাম-রাঙামাটি থেকেও কোন যানবাহন শহরে প্রবেশ করতে পারেনি। এছাড়া অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ ছিল। শহরের ভেতর টমটমসহ কিছু ছোট ছোট যানবাহন চলাচল করলেও সংখ্যায় ছিল কম।

এদিকে, বৃহস্পতিবার খাগড়াছড়ির সাপ্তাহিক হাটবাজার হলেও তেমন লোক সমাগম হয়নি। দুর-দূরান্ত থেকে লোকজন বাজারে আসেনি।
অবরোধ চলাকালে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ ও স্বতঃস্ফুর্তভাবে অবরোধ পালিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অবরোধে সময় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃংখলা বাহিনী মাঠে ছিল বলে জানান খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে খাগড়াছড়ি সদরের পৌরসভার ১নং ওয়ার্ডের সিঙ্গিনালা গ্রামে স্থানীয় শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে তিন জন বাঙালি যুবক কর্তৃক ৮ম শ্রেণিতে পড়ুয়া এক পাহাড়ি ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। উক্ত ঘটনায় পরদিন ভোরে ভুক্তভোগীর বাবা খাগড়াছড়ি সদর থানায় অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সিঙ্গিনালা থেকে শয়ন শীল (১৯), পিতা- বাপ্পি শীল নামে একজনকে আটক করে। বাকী দুই জন এখনো পলাতক রয়েছে।
তবে খাগড়াছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা পলাতক থাকা দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।