হাসিনার ফ্যাসিস্ট সরকার উচ্ছেদের ফলেই গুমের মৃত্যু গুহা থেকে জীবন নিয়ে ফিরে আসতে পেরেছি: মাইকেল চাকমা

0

গুমের মৃত্যু গুহার স্মৃতিচারণ করে কর্মী-সংগঠকদের সামনে বক্তব্য রাখছেন মাইকেল চাকমা।

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৫ আগস্ট ২০২৪

জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে গতকাল শনিবার (২৪ আগস্ট ২০২৩) সন্ধ্যা ৬ টায় ঢাকার তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গুমের মৃত্যু গুহা থেকে ফিরে আসা জাতীয় মুক্তি কাউন্সিলের সেন্ট্রাল ওয়ার্কিং টিমের সদস্য, ইউপিডিএফ সংগঠক ও ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মাইকেল চাকমাকে শুভেচ্ছা জানিয়ে ঢাকাস্থ কর্মী-সংগঠকদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, সহ-সভাপতি দীপা মল্লিক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা কমরেড মাইকেল চাকমাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

মাইকেল চাকমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন নেতা-কর্মীরা


সভার শুরুতে জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট সরকারের গুমের মৃত্যু গুহা আয়না ঘর থেকে ৫ বছর ৩ মাস বন্দী থেকে ফিরে এসেছেন কমরেড মাইকেল চাকমা।

তিনি বলেন, ২০১৯ সালের ৯ এপ্রিল কমরেড মাইকেল চাকমা ঢাকা থেকে রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক গুমের শিকার হন। শেখ হাসিনা তার ফ্যাসিস্ট শাসন দীর্ঘায়িত করতে বিরোধী দলের নেতা কর্মীদের গুম করে, বিচার বহির্ভূত হত্যা করে সারা দেশে ভয়ের রাজত্ব কায়েম রেখেছিলেন। গুমের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন অধিকার, মায়ের ডাক প্রভৃতি সংগঠনের ধারাবাহিক সংগ্রামের প্রতি জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম কৃতজ্ঞতা জানান।

বক্তব্য রাখছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম


গুমের মৃত্যু গুহায় থাকা ৫ বছর ৩ মাসের স্মৃতিচারণ করতে গিয়ে মাইকেল চাকমা ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে বলেন, হাসিনার ফ্যাসিস্ট সরকার উচ্ছেদের ফলেই আমি গুমের মৃত্যু গুহা থেকে জীবন নিয়ে আজ ফিরে আসতে পেরেছি। তিনি আরও বলেন, জনগণের হাতে ক্ষমতা আনার,জনগণের সরকার সংবিধান রাষ্ট্র  প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।

সভা থেকে গুমের শিকার সকল ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া এবং গুমের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় মুক্তি কাউন্সিলের জাতীয় পরিষদ সদস্য হাসিবুর রহমান,মুঈনুদ্দীন আহমেদ, জাতীয় গণফ্রন্ট প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস ও কামরুজ্জামান ফিরোজ,বাঙলাদেশ লেখক শিবির সাধারণ সম্পাদক কাজী ইকবাল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ঢাকা অঞ্চল সভাপতি দেলোয়ার হোসেন,গণসংস্কৃতি ফ্রন্টের সমন্বয়ক ইফতেখার আহমেদ বাবু,বাংলাদেশ ছাত্র ফেডারেশন সাধারণ সম্পাদক  সৌরভ রায়,হিল উইমেন ফেডারেশনের রূপসী চাকমা,গণতান্ত্রিক যুব ফোরাম  সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, মুক্তির মঞ্চ সংগঠক কাইয়ুম হোসেন, প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদের ( PNSP) ইফতেখার মাহমুদ ও রিকশা মজদূর ঐক্যের শামসুল আলম।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More