হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারীদের বিচার দাবিতে লক্ষ্মীছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ

0

লক্ষ্মীছড়ি প্রতিনিধি।। ‘সংখ্যালঘু সম্প্রদায় ও ভিন্ন ভাষা-ভাষী জাতিসত্তাসমূহের জানমাল রক্ষার্থে ব্যর্থ সরকারের পদত্যাগ চাই’, ‘কুমিল্লা ও বিভিন্ন স্থানে হিন্দু মন্দির-ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীর দুর্বৃত্তের বিশেষ ট্রাইবুনালে বিচার করতে হবে’ এসব দাবিতে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) লক্ষীছড়ি ইউনিট।

আজ শনিবার (২৩ অক্টোবর ২০২১) সকাল ১১টায় লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নের কুতুকছড়িতে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে ইউপিডিএফ’র লক্ষ্মীছড়ি ইউনিটের সংগঠক সরল চাকমার সভাপতিত্বে ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ’র লক্ষ্মীছড়ি উপজেলা শাখার অর্থ সম্পাদক পবিন চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ’র কেন্দ্রীয় সদস্য বিনোদমুন্ডা ও গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষীছড়ি থানা শাখার সভাপতি উৎপল চাকমা।

বক্তারা বলেন, গত দুর্গাপূজার সময় ধর্মান্ধ ইসলামপন্থীরা কুমিল্লা, নোয়াখালীর চৌমুহনী, রংপুরে পীরগঞ্জ, বান্দরবানের লামাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের পূজামন্ডপ, মন্দির, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে যেভাবে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাকাণ্ড চালিয়েছে তা উদ্বেগজনক। এতেই প্রমাণ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এদেশের সংখ্যালঘু সম্প্রদায় ও ভিন্ন ভাষা-ভাষী জাতিসত্তাসমূহের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায়ে সরকারকে পদত্যাগ করতে হবে।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম, রামুসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু জাতি ও জনগণের ওপর এযাবত যতগুলো সাম্প্রদায়িক হামলা হয়েছে সবগুলো হামলায় সরকারের মদদ রয়েছে। সরকার নিজের ক্ষমতা অক্ষূন্ন রাখতে এসব হামলাকারীদের পৃষ্ঠপোষকতা করে থাকে। তাই যতক্ষণ পর্যন্ত দেশে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা থাকবে ততক্ষণ পর্যন্ত সংখ্যালঘুদের কোন নিরাপত্তা নেই।

তারা বলেন, বাংলাদেশে বাঙালি ছাড়াও ৪৫টির অধিক ভিন্ন জাতিসত্তার বসবাস রয়েছে। কিন্তু সরকার সংবিধানে উগ্রবাঙালি জাতীয়তাবাদ ও ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করে দেশকে একটি এক জাতি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাচ্ছে। ফলে উগ্রসাম্প্রদায়িক গোষ্ঠী বার বার এদেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধসহ ভিন্ন ভাষা-ভাষী জাতিসত্তাগুলোর ওপর হামলা চালিয়ে তাদের নিশ্চিহ্ন করে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একইভাবে পার্বত্য চট্টগ্রামেও জাতিগত নিপীড়ন জারি রেখে জুম্মদেরকে নিজ জায়গা-জমি, বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র জারি রাখা হয়েছে।

 সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলাকারী ও মদদদাতা দুর্বৃত্তদের গ্রেফতারপূর্বক বিশেষ ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More