রাঙামাটির নান্যাচর উপজেলায় হিল উইমেন্স ফেডারেশনের কমিটি গঠন করা হয়েছে।কমিটি গঠন উপলক্ষে আজ ১৬ জুলাই মঙ্গলবার দুপুর ১২টায় খুল্যাং পাড়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কণিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিলাস চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের অর্জুন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি সুমেন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে হীরা তালুকারকে সভাপতি, তুষা চাকমাকে সাধারণ সম্পাদক ও প্রিয়া চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট নান্যাচর থানা কমিটি গঠন করা হয়।