খাগড়াছড়ি : গত ২২-২৩ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত ছাত্র-যুব-নারী কনভেনশনে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১০ মার্চ ২০১৮ খাগড়াছড়িতে পূর্ণস্বায়ত্তশসন দিবস পালন করবে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) খাগড়াছড়ি জেলা শাখা।
দিবসটি উপলক্ষে কাল সকাল ১০টায় স্বনির্ভরে ছাত্র-যুব-নারী সমাবেশ করবে সংগঠনগুলো।
উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে তিন সংগঠনের জেলা নেতৃবৃন্দ জেলার ছাত্র-যুব-নারীসহ সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণের জন্য তিন সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন।
পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্র-যুব-নারী সমাবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নিরপেক্ষতা বজায় রেখে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৭ সালের ১০ মার্চ তৎকালীন আওয়ামী লীগ সরকার ও জনসংহতি সমিতির মধ্যেকার বৈঠকের মধ্যেমে পার্বত্য চট্টগ্রামের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু হলে তিন গণতান্ত্রিক সংগঠন ( পিজিপি-পিসিপি-এইচডব্লিউএফ)’ এর পক্ষ থেকে ঢাকায় প্রেসক্লাবের সম্মুখে এক সমাবেশ থেকে পূর্ণস্বায়ত্তশানের ডাক দেওয়া হয়।
———–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।