বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের বলুঝিড়ি বিদ্যামণি পাড়ায় ১৪ বছর বয়সী এক ত্রিপুরা কিশোরী ধর্ষণের শিকার হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, গতকাল শুক্রবার (১৩ এপ্রিল ২০১৮) সকাল ১০টায় ভিকটিম ওই কিশোরী স্থানীয় দোকান থেকে চাল কিনতে গেলে সেখানে তার পরিচিত মোঃ সোহেল (১৯) নামে এক সেটলার যুবক তাকে ডেকে নিয়ে দোকানে ট্যাবলেট মিশিয়ে নাস্তা করায়। এরপর ওই কিশোরী মাথা ঘুরে পড়ে গেলে সোহেল কৌশলে মেয়েটা তার পরিচিত বলে জানিয়ে দোকান থেকে বের করে নিয়ে যায়। এরপর একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে সোহেলসহ ৩/৪ জন সেটলার মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন কিশোরীকে উদ্ধার করে। এ সময় মেয়েটি ঠিকমত কথা বলতে পারছিল না। পরে পুলিশের মাধ্যমে ওই কিশোরীকে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ধর্ষণের ঘটনায় জড়িত মোঃ সোহেল ১নং আলীকদম ইউনিয়নের খ্যুইলিমিয়া চেয়ারম্যান পাড়ার মোঃ বাবুল মিয়ার ছেলে। এছাড়া উক্ত ঘটনায় একই গ্রামের আসহাব উদ্দিন, পিতা- মোঃ খুইস্যা নামে আরেক জনের নাম জানা গেলেও বাকীদের নাম জানা যায়নি।
উক্ত ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।