ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজেকের মাজলঙে শিশু র্যালি

ইউপিডিএফ-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজেকের মাচলঙে শিশু র্যালি অনুষ্ঠিত হয়।
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
“ভয়ভীতি মুক্ত পরিবেশে যোগ্য নাগরিক হয়ে ওঠার চাই সুযোগ ও অধিকার” এই শ্লোগানে ইউপিডিএফ-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাজেকের মাচলঙে শিশু র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) সকাল সাড়ে ৯টার সময় অগ্রসর শিশু কিশোর কেন্দ্র (এসিসি)-এর উদ্যোগে মাজলং উচ্চ বিদ্যালয় থেকে শিশু র্যালি বের করা হয়। র্যালিটি মাজলং বাজার প্রদক্ষিণ করে ইউপিডিএফের কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী শিশু, কিশোর-কিশোরীদের হাতে ছিল ইউপিডিএফের পতাকা।
সমাবেশে দশম শ্রেণির শিক্ষার্থী কাজলা চাকমার সঞ্চলনায় ও সুমেশ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী মন্টা চাকমা ও রেখা চাকমা।

মন্টা চাকমা বলেন, আমাদের পার্বত্য চট্টগ্রাম নিপীড়ন-নির্যাতনে পিষ্ট, রক্তাক্ত। আমরা আর এ ধরনের নিপীড়নমূলক, ভয়-ভীতির পরিবেশ চাই না। আমরা গণতান্ত্রিক পরিবেশে ভয়ভীতি মুক্ত পরিবেশে যোগ্য নাগরিক হয়ে বেড়ে উঠতে চাই। আমরা সুষ্ঠুভাবে জীবন-যাপন করতে চাই। আমরা জাতিগত সাংবিধানিক স্বীকৃতি চাই।
তিনি আরো বলেন, আমরা চাই না বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী নির্যাতন, আমাদের জুম্ম জাতির মা-বোনদের ইজ্জোত হরন, বাপ-ভাইদের রক্তাক্ত লাশ। তাই আমরা আজ প্রতিজ্ঞাবদ্ধ। পার্বত্য চট্টগ্রামে যদি কোন অন্যায়-অবিচার হয় তাহলে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমরা জাতির স্বার্থ বিরোধী দালাল-প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। আমরা ছাত্র-যুব সমাজ কোনভাবেই হাত গুটিয়ে বসে থাকবো না। আমরা ন্যায়ের পক্ষে থাকবো এবং অন্যায়ের প্রতিবাদ করবো।

রেখা চাকমা বলেন, আমাদের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে অধিকার আদায়ের প্রচেষ্টা করতে হবে। আমরা চাই আমাদের জাতীয় অস্তিত্ব, সংস্কৃতি, ভাষার সাংবিধানিক স্বীকৃতি। আমরা চাই নিজ ভাষায় পড়াশুনা করতে। আমরা আর ঘুমিয়ে থাকতে চাই না। আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো পার্বত্য চট্টগ্রামে বেড়ে উঠতে চাই।
সুমেশ চাকমা বলেন, আমরা যদি নবীনরা আন্দোলন করতে ভয় পাই, তাহলে আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষা করার দায়িত্ব কে নেবে? গ্রামে গ্রামে আমাদেরকে ছাত্র-যুব সমাজসহ সকল পাহাড়ি জাতিসত্তাদের জাগ্রত করতে হবে। এমনি এমনি অধিকার পাওয়া যাওয়া না। আন্দোলন সংগ্রামে জীবন বলি দিয়ে অধিকার আদায় করতে হয়।
তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানিয়ে র্যালিতে অংশগ্রহণ করা শিশু কিশোরদের শপথনামা পাঠ করান।

শপথ নিচ্ছেন শিশু-কিশোররা।
শিশু-কিশোরদের যে শপথনামা পাঠ করানো হয় সেটি নিম্নরূপ:
ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৬তম বার্ষিকীতে আমরা এই মর্মে প্রতিজ্ঞা করছি যে,
১. কাউকে আমাদের ভিটেবাড়ি জায়গা-জমি কেড়ে নিতে দেবো না।
২. আমাদের বাপ-ভাই মা-বোনদের কেউ অপমান লাঞ্ছিত করলে সাধ্যমত প্রতিরোধ গড়ে তুলবো।
৩. আমরা যারা এ মহান দিবসে সমবেত হয়েছি,তারা পরষ্পর ঘনিষ্ঠ হবো,বন্ধুত্ব গড়ে তুলবো এবং ভাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকবো।
৪. সমাজ ও জাতির মহান কাজে উপযুক্ত ভুমিকা রাখার লক্ষে আমরা পার্টির নির্দেশনা মেনে চলবো।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।