কল্পনা চাকমার অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা কালক্ষেপন না করে অবিলম্বে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লেঃ ফেরদৌস ও তার সহযোগীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। 