কাউখালীতে পাহাড়ি স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টাকারী সেই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার

0
4

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
Foloup1কাউখালী(রাঙামাটি): রাঙামাটির কাউখালীতে নবম শ্রেণীতে পড়ুয়া পাহাড়ি স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টাকারী ছাত্রলীগ নেতা শিহাব উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সাইদুল বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তার ব্যক্তিগত অপকর্মের দায় ছাত্রলীগ নিতে পারে না। তাই তাকে সংগঠনের সকল স্তর থেকে বহিষ্কার করে প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। খবর পাহাড় টোয়েন্টিফোর ডটকমের।

উল্লেখ্য, গতকাল শনিবার কাউখালী উপজেলার সুগারমিল পূর্ব আদর্শগ্রাম এলাকায় স্কুলে যাওয়ার পথে ওই স্কুল ছাত্রীকে পথরোধ করে কলমপতি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও তার সহযোগীরা ছাত্রীটির মুখে চেতনা নাশক দ্রব্য লাগিয়ে দিয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। পরে ছাত্রীটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সে চেষ্টা ব্যর্থ হয়। এ সময় শিহাব ও তার সহযোগীদের হামলায় ছাত্রীটির পিতাও আহত হন।

এদিকে, ঘটনার দুইদিন পরও অপরাধীদের গ্রেফতার না করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে শিহাব উদ্দিন সহ তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানয়েছেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া জানয়েছেন, আসামীরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.