কুদুকছড়ি বাজারে সেনাবাহিনীর হয়রানিতে জনগণ অতিষ্ঠ

0
120

রাঙামাটি প্রতিনিধি।। রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি বাজারটি অবস্থানগত কারণে খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার। রাঙামাটি শহরের মত বিভিন্ন জায়গা থেকে বেচা-কেনার জন্য বাজারে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। কিন্তু বাজারের লোকজন আগের মতো শান্তিতে তাদের উৎপাদিত কাঁচামাল বেচা-কেনা করতে পারছেন না। সেখানকার স্থানীয় কুদুকছড়ি ক্যাম্পের সেনা সদস্যদের দ্বারা প্রতিনিয়ত হয়রানি ও নিপীড়নের শিকার হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ লোকজন। বিশেষত: কুতুকছড়ি আর্মি ক্যাম্পের ‘সুরজিত হাবিলদার’ নামে এক সেনা সদস্য তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বাজারে আসা লোকজনকে অযথা নানা প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও তাদের প্রয়োজনীয় কাঁচামাল অর্ধেক দামে ক্রয় করাসহ লোকজনকে মারধরও করে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেনা সদস্যদের দ্বারা গত ৫ ফেব্রুয়ারি ২০২২ গুলো চাকমা ও নোয়াখালী থেকে আসা সোহেল নামে এক বাঙালী কাঁচামাল ব্যবসায়ী ও গত ১২ ফেব্রুয়ারি ইয়প্পা মারমা নামে এক নাপ্পী ব্যবসায়ী মারধরের শিকার হন। এলাকার লোকজন জানান ‘সুরজিত হাবিলদার’ নামের ওই সেনা সদস্যের হাতে সব সময় ২ হাত মত লম্বা একটি বিদ্যুৎ তারের বেত/লাঠি থাকে। তা দিয়ে সে প্রায় সময় লোকজনকে প্রহার করে থাকে।

সেনাবাহিনীর এমন হয়রানিমূলক কর্মকাণ্ডে এলাকার জনগণ চরম অতিষ্ঠ হয়ে উঠেছেন। সাধারণ জনগণ এমন কর্মকাণ্ডের প্রতিকার ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উচ্চতর প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.