খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে অনিয়মের অভিযোগ!
রোগীদের ভর্তি হওয়ার পর দিন থেকে সকালে নাস্তা ও দুপুরের খাবার থেকে শুরু করে খাদ্য সরবরাহের কথা থাকলেও কখনো কখনো তাও সঠিক ভাবে পায় না অসচেতন অনেক রোগীরা। অন্যদিকে খাবার সমস্যার কথা সর্বরাহকারীদের জানালে তা শুনতে নারাজ তারা। উল্টো বকা শুনতে হয় রোগীদের। ভর্তি রোগীদের থাকার জন্য দেওয়া ব্যাটসিট নিয়েও আছে নানা অভিযোগ। ভর্তির পর ধোয়া ও পরিস্কার ব্যাটসিটের স্থলে অন্যরোগীদের ব্যবহার করা ব্যাটসিট দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও কগুলোতে নোংরা পরিবেশ এবং দূগন্ধ যুক্ত ওয়ার্ডগুলোতে রোগিরা চিকিৎসা সেবা নিতে হচ্ছে বলে অভিযোগ করেন রোগীরা।
সরেজমিনে গিয়ে জানাযায়, বুধবার সকালে রোগীদের সকালের নাস্তা সর্বরাহ কালে দেখা যায়, ডিম,কলা ও পাউরুটি দেওয়ার স্থলে কলা ও ডিম দিয়ে রোগীদের পাঠিয়ে দেয়। পাউরুটি কেন দেওয়া হয় এমন প্রশ্নের জবাবে বিতরন কারীরা বলেন কন্টেকটার খাদ্য ক্রয় করে দেয়নী বলে জানান।