খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি মুখ পাড়ায় আজ শুক্রবার (৮ ডিসেম্বর ২০১৭) বিকালে এক বিয়ে বাড়িতে সেনাবাহিনী ঘেরাও করে লোকজনকে হয়রানি করার খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ বিকাল আনুমানিক ৩টার সময় তিন পিকআপ সেনা সদস্য গিয়ে বিয়ে বাড়িটি ঘেরাও করে। এ সময় সেখানে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেনাদের সাথে নব্য মুখোশ বাহিনীর তিন দুর্বৃত্তও ছিল।
সেনারা বরপক্ষের মেহমানদের বন্দুক তাক করে ইউপিডিএফ কর্মীরা কোথায়?–এমন জিজ্ঞাসা করে হয়রানি করে। পরে সে রকম কাউকে না পেয়ে মুখোশরা কিছু একটা ইঙ্গিত দিলে সেনারা সেখান থেকে চলে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন