খাগড়াছড়ি : সেনা-সৃষ্ট নব্য মুখোশ বাহিনী ও জেএসএস (এমএন লারমা)-এর সেনা মদদপুষ্ট অংশের কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক খাগড়াছড়ি সদর উপজেলার বেতছড়ি মুখপাড়া থেকে মিলন জ্যোতি চাকমা (৫০), পিতা- পারিকা রঞ্জন চাকমা নামে এক ব্যক্তি অপহৃত হওয়ার খবর পাওয়া গেছে। গত রবিবার (১৭ ডিসেম্বর ২০১৭) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। অবশ্য পরে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানা গেছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসী রাপ্রু মারমা ও জেএসএস সদস্য দিকু চাকমা, সুনীল চাকমার নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী রবিবার সন্ধ্যায় অস্ত্রের মুখে নিজ বাড়ি থেকে মিলন জ্যোতি চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। সারারাত আটক রাখার পর তার নিকট আত্মীয় ও জেএসএস(এমএন লারমা) কর্মী মিরন চাকমার বিশেষ সুপারিশে গতকাল সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে সন্ত্রাসীরা তাকে ছেড়ে দেয়।
ছেড়ে দেওয়া সময় সন্ত্রাসীরা তার মাধ্যমে ‘ইউপিডিএফ কর্মীদের যেখানে পাওয়া যাবে সেখানে তাদের হত্যা করা হবে’ এমন হুমকি দিয়ে বার্তা পাঠায় বলে মিলন জ্যোতি চাকমা জানান।
——————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।