খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউপি’র পাকুজ্যাছড়িতে সেনাবাহিনী দুই গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ মঙ্গলবার (৫ জুন ২০১৮) সকাল ৯টার দিকে পানছড়ির দিক থেকে একদল সেনা সদস্য পাকুজ্যাছড়ি গ্রামে হানা দেয়। এ সময় তারা ওই গ্রামের বাসিন্দা সুরেন্দ্র চাকমা (৭৫) ও প্রমোদ চাকমা (৪৫) ও বিমল দেওয়ান এর বাড়িতে প্রবেশ তল্লাশি চালিয়ে জিনিসপত্র তছনছ করে দেয়। তবে অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনারা ক্যাম্পে ফিরে যায়।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।