লক্ষ্মীছড়ি : খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসি পরীক্ষার্থী তুষার চাকমাকে হত্যার প্রতিবাদে লক্ষ্মীছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাালো ব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর লক্ষ্মীছড়ি উপজেলা শাখার আহ্বানে আজ বৃহস্পতিবার (২৮ ফেব্র্রয়ারি) এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে কালো ব্যাজ ধারণ করে তুষার চাকমার হত্যার প্রতিবাদ জানায়।
এছাড়া রাঙামাটির কুদুকছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই কর্মসূচি পালন করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার সময় খাগড়াছড়ি সদরের নারাঙখিয়া রেডস্কোয়ার এলাকায় সেনা মদদপুষ্ট সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা তুষার চাকমাকে গুলি করে হত্যা করে। নিহত তুষার চাকমা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। তার বাড়ি লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের দেওয়ান পাড়ায়।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।