Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
দিঘীনালা প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের নিত্যগান পাড়ায়(চিনাল ছড়া) সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা উপজেলা শাখার সদস্য সুমন চাকমা(৩০), পিতা- বিজয় কুমার চাকমা আহত হয়েছেন। আজ ৩১ জানুয়ারি বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ বিকাল ৪টার সময় কাজ শেষে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা বাবু ছড়া সাবজোনের পুরোন হেলিপ্যাডের পাশ থেকে সুমন চাকমার উপর গুলি চালায়। এতে তার দুই পায়ে হাটুর নীচে গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে বাবুছড়া সাবজোনের সেনারা উদ্ধার করে ক্যাম্পে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গণতান্ত্রিক যুব ফেরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, সন্তু লারমা পরিচালিত সশস্ত্র সন্ত্রাসীরা একের পর এক হামলা, খুন, অপহরণের ঘটনা ঘটিয়ে চলেছে। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করছে না।
তিনি অবিলম্বে হামলাকারী সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।#
