দীঘিনালা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাঘাইছড়ি দোর নামক গ্রামে ২ নিরীহ গ্রামবাসীর বাড়িতে রাতের আঁধারে তল্লাশি চালিয়েছে সেনাবাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে দীঘিনালা সেনা জোন ও বাবুছড়া ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল বাঘাইছড়ি দোর গ্রামে হানা দেয়। এ সময় সেনারা কোন কারণ ছাড়াই ওই গ্রামের বাসিন্দা ধনজ্যোতি চাকমা(৪৫), পিতা মৃত. নীতিপূর্ণ চাকমা ও অধি রঞ্জন চাকমা(৫৫), পিতা মৃত. দীঘিচান চাকমা’র বাড়িতে তল্লাশি চালায়।
প্রায় আধ ঘন্টা পর্যন্ত সেখানে অবস্থান করার পর অবৈধ কোন কিছু না পেয়ে সেনারা ক্যাম্পে ফিরে যায়।
———————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।