দীঘিনালায় সেনাবাহিনীর হয়রানিমূলক তল্লাশি ও গ্রেফতার অভিযান অব্যাহত
সিএইচটিনিউজ.কক
দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় ১৫ মার্চের পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সেনাবাহিনীর হয়রানিমূলক তল্লাশি ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও এ ধরনের অভিযান চালানো হচ্ছে। আজ ২৮ মার্চ শনিবারও সেনারা উপজেলার ভৈরফা মুখ পাড়ায় তল্লাশি ও হয়রানিমূলক অভিযান চালিয়েছে।
জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে একদল সেনা সদস্য ভৈরফা মুখ পাড়ায় গিয়ে গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি জীবন চাকমার বাড়ি ঘেরাও করে এবং তল্লাশি চালায়। তিনি কোন রকমে পালিয়ে যেতে সক্ষম হন। এরপর সেনা সদস্যরা গ্রামের বেশ ক’টি বাড়িতে গিয়ে লোকজনকে বাড়ি থেকে বের করে হয়রানিমুলক জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।
———————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।