দুই মারমা বোনকে ধর্ষণ-নির্যাতন ও চাকমা রাণীর উপর হামলার বিচার দাবিতে মশাল মিছিল

0
22

ঢাকা : রাঙামাটির বিলাইছড়িতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা দুই মারমা বোনকে ধর্ষণ ও যৌন নির্যাতন এবং চাকমা রাণীর উপর হামলার বিচার দাবিতে আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহবাগে “নিপীড়নের বিরুদ্ধে নাগরিক” এর ব্যানারে মশাল মিছিল করেছে ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

মিছিল শুরুর আগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদী পথ নাটক প্রদর্শন করে নাট্যদল প্রাচ্যনাট।

এরপর শাহবাগ জাদুঘরের সামনে থেকে প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলে পুলিশ বাধা দিলেও সেই বাধা ভেঙে মিছিলটি এগিয়ে যায়। পরে টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে মিছিলটি পূনরায় শাহবাগ এসে শেষ হয়।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি দিবাগত রাতে রাঙামাটির বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের ওরাছড়ি গ্রামের একটি মারমা পরিবারের দুই বোন নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হন। এর মধ্যে ১৯ বছর বয়সী বড় বোনকে ধর্ষণ ও ১৪ বছর বয়সী ছোট বোনকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনার শিকার দুই বোনকে ২৩ জানুয়ারি রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন তাদের নিরাপত্তার নামে হাসপাতলে আটকে রাখে। চাকমা রাণী য়েন য়েন তাঁর নিজ হেফাজতে দুই বোনকে নিতে চাইলেও পুলিশ নিতে দেয়নি।

গত ১৫ ফেব্রুয়ারি রাতে হাইকোর্টের একটি আদেশ দেখিয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন হাসপাতালে গিয়ে রাণী য়েন য়েন ও দুই বোনকে দেখাশুনার কাজে নিয়োজিত ভলান্টিয়ারদের মারধর করে হাসপাতালের বাতি নিভিয়ে মারমা দুই বোনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্রউল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.