সিএইচটিনিউজ.কম
নান্যাচর প্রতিনিধি: রাঙামাটির নান্যাচর উপজেলার বগাছড়িতে ফুটবল টুর্ণামেন্ট চলাকালে নিরাপত্তার দায়িত্বরত সেনা সদস্যরা কৃষ্ণমা ছড়া টিমের এক খেলোয়াড়কে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ ও আশঙ্কা দেখা দিয়েছে।
জানা যায়, বগাছড়ির সুরিদাশ পাড়ায় ১৪ মাইল বলপেইয়া ক্লাবের আয়োজনে আজ ২৭ সেপ্টেম্বর শনিবার ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়। এতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন ইসলামপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার সুলতান (২৪ বীর) এর নেতৃত্বে একদল সেনা সদস্য। খেলার প্রথমদিন কৃষ্ণমা ছড়া ও দজর পাড়া টিমের মধ্যেকার খেলা শেষে ফিরে যাবার সময় মাঠে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনা সদস্যরা কৃষ্ণমা ছড়া টিমের খেলোয়াড় বিনয় চাকমাকে দাঁড় করিয়ে তাঁর ব্যাগ তন্নতন্ন করে তল্লাশি চালায়। তবে তার ব্যাগে কাপড়-চোপড় ছাড়া অবৈধ কোন কিছু তারা পায়নি।
সেনা সদস্যদের এহেন আচরণে খেলোয়াড়রা ক্ষোভ ও আশঙ্কা প্রকাশ করেছেন। এভাবে খেলোয়াড়দের হয়রানি করা হলে পরবর্তীতে খেলায় অংশ গ্রহণ করা সম্ভব নাও হতে পারে বলে তারা জানিয়েছেন।
————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।