নান্যাচর: রাঙামাটির নান্যাচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোয়ালিটি চাকমাকে সেনা সৃষ্ট নব্য মুখোশ বাহিনীর সর্দার তপন জ্যোতি চাকমা(বর্মা) ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দিয়েছে।
কোয়ালিটি চাকমা সিএইচটি নিউজ ডটকমকে বলেন, রাঙামাটি জেলার বিলেইছড়ি উপজেলায় গত ২১ জানুয়ারি দিবাগত রাতে সেনাবাহিনী কর্তৃক একই পরিবারের দুই মারমা মেয়েকে ধর্ষণ ও যৌন নিপীড়নের প্রতিবাদে গতকাল রবিবার নান্যাচরে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। আমি এলাকার নির্বাচিত নারী প্রতিনিধি হিসেবে এ অন্যায় ও বর্বোরচিত ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রেখেছিলাম।
সমাবেশ থেকে ফেরার পর ০১৭৮৮৫২৯৬৬ নাম্বারটি ব্যবহার করে নব্য মুখোশ বাহিনীর সর্দার (স্থানীয়ভাবে জারগো হিসেবে পরিচিত) বর্মা আমাকে ফোন দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
তিনি আরো বলেন, ‘এ সমাবেশ ছিল নারী ধর্ষক সেনা দুর্বৃত্তদের বিরুদ্ধে। পার্বত্য চট্টগ্রাসহ দেশের বিশিষ্টজন ও সর্বস্তরের মানুষ নানাভাবে এর প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছে। উক্ত ঘটনা অন্যান্যদের মতো আমাকেও ক্ষুদ্ধ করেছিল। কিন্তু আমি বুঝতে পারছিনা সেই সমাবেশে আমার অংশগ্রহণ এবং বক্তব্য প্রদানকে কেন তাকে (বর্মাকে) ক্ষুদ্ধ করেছে! কেন তিনি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন! আমি এখন নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রয়েছি।’
________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।