
পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ।। খাগড়াছড়ির পানছড়িতে ৫নং উল্টাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিজয় কেতন চাকমাকে (৫৫) পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল শনিবার (৪ জুন ২০২২) রাতে থানায় ডেকে নিয়ে তাকে আটক করা হয়।
আটক বিজয় কেতন চাকমার বাড়ি পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর গ্রামে। তার পিতার নাম কৃষ্ণ মনি চাকমা। তবে বর্তমানে তিনি পানছড়ি সদরের টিএন্ডটি এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে থাকেন।
জানা যায়, গতকাল রাত ৮টার সময় পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনসারুল আলম বিজয় কেতন চাকমাকে মোবাইল কল করে থানায় যেতে বলেন। এ সময় তিনি তার ভাড়া বাসায় অবস্থান করছিলেন। ওসির কথামত তিনি থানায় গেলে তাকে মিথ্যাভাবে মুখোশ সর্দার ‘বর্মা হত্যা’ মামলার আসামি হিসেবে আটক দেখানো হয়। আটকের পর রাতেই তাকে খাগড়াছড়ি সদর থানায় চালান দেওয়া হয়।
আজ রবিবার (৫ জুন) তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেয় বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন