পানছড়িতে ফাঁকা গুলি ছুঁড়ে দুই দোকানদারকে অপহরণ করেছে সংস্কারবাদী সন্ত্রাসীরা

0
27

পানছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়ি লতিবান ইউনিয়নের কুরদিয়াছড়া উগ্যজাই পাড়া হতে জেএসএস সংস্কারবাদী সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক দুই ব্যক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসীর তথ্যসূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৩ নভেম্বর ২০১৮) সন্ধ্যা ৬ টার দিকে খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়ার দেওয়ান পাড়া হতে দীপন আলোর নেতৃত্বে ১০-১২ জনের একদল সংস্কারবাদী সশস্ত্র সন্ত্রাসী লতিবান ইউনিয়নের কুরদিয়াছড়া গ্রাম্য বাজারে যায়। সেখানে গিয়ে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাকা গুলি ছুড়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এতে নিরীহ লোকজন আতঙ্কিত হয়ে যে যার বাসায় চলে যায়।

পরে সংস্কারবাদী সন্ত্রাসীরা বাজার থেকে স্থানীয় দোকানদার ১) অজিত কুমার চাকমা (৫৫) ও ২) রিপান্তর চাকমা (৩০), পিতা-বীরজয় চাকমা নামে দুই ব্যক্তিকে অস্ত্রের ভয় দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত দুজনই কুরদিয়ার ছড়ার উগ্যজাই পাড়ার বাসিন্দা।

ঘটনার সময় সংস্কারবাদী সন্ত্রাসীদের নিরাপত্তা জোরদার করতে পার্শ্ববতী পাকুজ্যাছড়িতে সেনাবাহিনীর একটি টিম পাহারায় ছিল বলেও জানা যায়।

——————-

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.