পানছড়িতে বিডিআর কর্তৃক তিন ব্যক্তি আটক

0
7

পানছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী লোগাং দুরছড়ি গ্রাম থেকে গতকাল ২৭ অক্টোবর ২০১০ বুধবার বিডিআর সদস্যরা ৩ ব্যক্তিকে আটক করেছে। লোগাং ৩০ ব্যাটালিয়নের একদল বিডিআর দুরছড়ি গ্রামের একটি বাড়িতে হানা দেয়। এ সময় সেখান থেকে তারা সোনামনি ত্রিপুরা(১৭) পিতা- আনন্দ মোহন ত্রিপুরা, গ্রাম- মিল্টন পাড়া(ভগবান টিলা), সুশীল চাকমা(৪০) পিতা- মনচান চাকমা, গ্রাম- গাছবান, ভাইবোন ছড়া ও সত্যপ্রিয় চাকমা(২৫) পিতা-সূর্যজ্যোতি চাকমা, গ্রাম-অভিনাশ পাড়া, লোগাং ইউপি এই তিনজনকে আটক করে।

আটকের পর তাদেরকে সন্ধ্যায় পানছড়ি থানায় হস্তান্তর করার পর আজ ২৮ অক্টোবর খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কি মামলা দেয়া হয়েছে তা জানা যায়নি। তবে তাদের কাছ থেকে ১টি দেশে তৈরি পাইপগান, ২টি মোবাইল সিমসহ বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে পানছড়ি থানা পুলিশ জানিয়েছ। এলাকাবাসীর ধারণা, এসব জিনিসপত্র তাদেরকে গছিয়ে দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.