Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
আন্তর্জাতিক ডেস্ক
সিএইচটিনিউজ.কম
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ অংশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের হাতে পাহাড়ি জনগোষ্ঠির ভূমি দখল হয়ে যাওয়া ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে। পার্বত্য জেলাগুলোতে দুই পক্ষের সহিংস সংঘর্ষে সম্পত্তির ক্ষতিসাধনের পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটছে।
সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয় পাহাড়ি জনগোষ্ঠির অনেকেই এ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে জানিয়েছেন, সেনাবাহিনীর কাছ থেকে বাধা না পেয়ে বাঙালিরা প্রায়ই পাহাড়িদের ঘরে আগুন দিচ্ছে। সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনেই এটা ঘটছে।
লণ্ডন ভিক্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনটি গত ২৩ মে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।