বাঘাইছড়ি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৫ নং বঙ্গলতুলী ইউনিয়নের ৯ ও ১১ কিলো নামক দুটি গ্রামে সংস্কারবাদী জেএসএস-এর একদল সশস্ত্র সন্ত্রাসী সাধারণ জনগণের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও বাড়ির আসবাপত্রসহ মূলবান সামগ্রী ধংস করে দেয়ার খবর পাওয়া গেছে।
আজ রবিবার (২৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, পেলে-সুদর্শ চাকমা’র নেতৃত্বাধীন সংস্কারবাদী জেএসএস-এর চয়ন ও জানং-এর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী সেনাবাহিনীর সহযোগিতায় আজ সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত দুটি গ্রামে হামলা চালিয়ে ২টি বাড়ি ও একটি দোকানের মালামাল লুটপাট ও বাড়ির আসবাপত্রসহ মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণ ধংস করে দিয়েছে। এরপর সকাল ১১টার দিকে একটি মুদির দোকানে অগ্নিসংযোগ করলে তা সম্পূর্ণরূপে পড়ে যায়।
২টি দোকানের মালামাল ও অন্যান্য জিনিসপত্র এবং অপর ২টি বাড়ির আসবাপত্র ও মূল্যবান সম্পত্তিসহ আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে। বাড়ির লোকজন প্রাণভয়ে পালিয়ে রয়েছেন।
উক্ত ঘটনায় ইউপিডিএফ-এর বাঘাইছড়ি উপজেলা ইউনিটের সংগঠক জুয়েল চাকমা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, উক্ত গ্রাম দুটি স্থানীয় তদেক মারা হিজিঙে (১০ নাম্বার) অবস্থিত সেনা ক্যাম্পের নিকতবর্তী এবং একেবারে দীঘিনালা-খাগড়াছড়ি প্রধান সড়কের পাশে। আজ ভোর থেকে ঘন্টার পর ঘন্টা ধরে সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা তান্ডবলীলা চালালেও সেনাবাহিনী ও প্রশাসন সম্পূর্ণ নির্লিপ্ত রয়েছে।
তিনি উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, শাসকশ্রেণী ও সেনাবাহিনীর জাতিগত নিপীড়নের নীলনক্সা বাস্তবায়নের পাশাপাশি সংস্কারবাদী জেএসএস পেলে-সুদর্শন চক্র আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী-লীগের একটি অংশের ভাড়াটিয়া সশস্ত্র গু-া হিসেবে সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে।
তিনি অবিলম্বে বাঘাইছড়ির বাঙ্গলতুলী ইউনিয়নে সাধারণ মানুষের বাড়িঘর ও দোকানপাট লুটপাট ও সম্পত্তি ধংসকারী পেলে-সুদর্শন চাকমার নেতৃত্বাধীন সংস্কারবাদী জেএসএস-এর চয়ন-জানং সশস্ত্র সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
—————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।