বান্দরবানের থানচিতে ভূমি অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপনের ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ

0
49
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
32.Protest rally, 23 July 2012-1বান্দরবানের থানচি উপজেলার বাস স্টেশন এলাকায় পাহাড়িদের রেকর্ডিয় ও ভোগদখলীয় জায়গাসহ প্রায় ৪০ একর জায়গা অধিগ্রহণ করে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ক্যাম্প স্থাপনের ষড়যন্ত্রের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদআজ ২৩ জুলাই সোমবার বিকাল সাড়ে ৩টায় খাগড়াছড়ি শহরের মহাজন পাড়াস্থ সূর্যশিখা ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক থুক্যসিং মারমা, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা ও খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি বিপুল চাকমাপাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উমেশ চাকমা সমাবেশ পরিচালনা করেন
সমাবেশে বক্তারা বলেন, ৩৬২ নং থানচি মৌজাধীন থানচি উপজেলার বাস স্টেশন এলাকায় ফরেস্টর পাড়া ও নাইজারি পাড়ায় মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রায় ৭০ পরিবার পাহাড়ি যুগ যুগ ধরে বসবাস করে আসছেএ এলাকায় পাহাড়িদের রেকর্ডিয় ও ভোগদখলীয় জায়গাসহ প্রায় ৪০ একর জায়গা অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপনের পাঁয়তারা চলছেএ এলাকায় বিজিবি ক্যাম্প স্থাপন করা হলে এ দুটি পাড়া থেকে পাহাড়িরা চিরতরে উচ্ছেদ হয়ে যাবে
বক্তারা আরো বলেন, সরকার বা রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক এবং তাদের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের হাজার হাজার একর জায়গা দখল করা হয়েছে এবং এখনো এ দখল প্রক্রিয়া অব্যাহত রয়েছেশুধমাত্র বান্দরবান জেলাতেই সেনাবাহিনী শত শত মুরং-মারমা জাতিসত্তার পরিবারকে উচ্ছেদ করে সেনা গ্যারিসন স্থাপনের জন্য ৯,৫৬০ একর জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেতিন পার্বত্য জেলার বিভিন্ন জায়গায় বিজিবি ক্যাম্প, আর্মি ক্যাম্প স্থাপনের জন্য শত শত একর জায়গা দখল করা হয়েছেযেখানেই ক্যাম্প স্থাপন হয়েছে সেখানেই তার আশেপাশে পাহাড়ি জনগণের হাজার হাজার একর জায়গা সেটলার বাঙালীরা দখল করেছে
বক্তারা অবিলম্বে থানচি বাস স্টেশন এলাকায় বিজিবি ক্যাম্প স্থাপনের মাধ্যমে পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানানঅন্যথায় আবারো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন
Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.