খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
সিএইচটিনিউজ.কম

সমাবেশে বক্তারা বলেন, ৩৬২ নং থানচি মৌজাধীন থানচি উপজেলার বাস স্টেশন এলাকায় ফরেস্টর পাড়া ও নাইজারি পাড়ায় মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের প্রায় ৭০ পরিবার পাহাড়ি যুগ যুগ ধরে বসবাস করে আসছে। এ এলাকায় পাহাড়িদের রেকর্ডিয় ও ভোগদখলীয় জায়গাসহ প্রায় ৪০ একর জায়গা অধিগ্রহণ করে বিজিবি ক্যাম্প স্থাপনের পাঁয়তারা চলছে। এ এলাকায় বিজিবি ক্যাম্প স্থাপন করা হলে এ দুটি পাড়া থেকে পাহাড়িরা চিরতরে উচ্ছেদ হয়ে যাবে।
বক্তারা আরো বলেন, সরকার বা রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক এবং তাদের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের হাজার হাজার একর জায়গা দখল করা হয়েছে এবং এখনো এ দখল প্রক্রিয়া অব্যাহত রয়েছে। শুধমাত্র বান্দরবান জেলাতেই সেনাবাহিনী শত শত মুরং-মারমা জাতিসত্তার পরিবারকে উচ্ছেদ করে সেনা গ্যারিসন স্থাপনের জন্য ৯,৫৬০ একর জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে। তিন পার্বত্য জেলার বিভিন্ন জায়গায় বিজিবি ক্যাম্প, আর্মি ক্যাম্প স্থাপনের জন্য শত শত একর জায়গা দখল করা হয়েছে। যেখানেই ক্যাম্প স্থাপন হয়েছে সেখানেই তার আশেপাশে পাহাড়ি জনগণের হাজার হাজার একর জায়গা সেটলার বাঙালীরা দখল করেছে।
বক্তারা অবিলম্বে থানচি বাস স্টেশন এলাকায় বিজিবি ক্যাম্প স্থাপনের মাধ্যমে পাহাড়ি উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানান। অন্যথায় আবারো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।