খাগড়াছড়ি : গতকাল আলুটিলায় সংস্কারবাদী জেএসএস-এর সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া ইউপিডিএফ সদস্য জ্ঞানেন্দু চাকমার লাশ নিতে আসা তার ছোট ভাই কালায়ন চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতাল থেকে অপহরণ করে নিয়ে গেছে সংস্কারবাদী সন্ত্রাসীরা।
আজ শুক্রবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জ্ঞানন্দেু চাকমার মৃত দেহ নিয়ে যেতে সকাল থেকে হাসপাতালে অবস্থান করছিলেন তার স্ত্রী-সন্তান, বড় ভাই ও ছোট ভাই কালায়ন চাকমা। পোস্টমর্টেমের কাজ সম্পন্ন না হওয়ায় তারা হাসপাতালে মৃতদেহ’র জন্য অপেক্ষা করছিলেন। সকাল সাড়ে ১০টা দিকে মধুপুর থেকে ১৫-২০ জন সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসী এসে হাসপাতালে কর্তব্যরত পুলিশের সামনে থেকে কালায়ন চাকমাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় ভয়ে জ্ঞানেন্দু চাকমার স্ত্রী-সন্তান ও বড় ভাই হাসপাতাল থেকে পালিয়ে যান।
অপহরণের পর সন্ত্রাসীরা কালায়ন চাকমাকে মারধর করতে করতে মধুপুরের তেঁতুলতলার দিকে নিয়ে যায়।
পরে তাকে মারধর করার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
———————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।