সাজেক প্রতিনিধি ।। ‘ভাইয়ে ভাইয়ে হানাহানি নয়, ঐক্য চাই’ শ্লোগানে সাজেকের বাইবাছড়া স্কুল মাঠে ‘ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে জনগণের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ মার্চ ২০২১) সকাল ১০টায় সাজেক ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি এই সভার আয়োজন করে।
আলোচনা সভায় স্থানীয় কার্বারি রতন চাকমার সভাপতিত্বে ও নিলো চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ধনময় চাকমা, শাসন চাকমা, প্রাক্তন মেম্বার শান্তি বিকাশ চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণ আর ভাইয়ে ভাইয়ে সংঘাত চায় না, ঐক্য চাই। তাই আমরা সংঘাতে লিপ্ত সকল জুম্ম দলগুলোর প্রতি অবিলম্বে সংঘাত পরিহার করে বৃহত্তর জুম্ম ঐক্য গড়ে তোলার আহ্বান জানাই।
তারা আরও বলেন, ভ্রাতৃঘাতি সংঘাতের সুযোগে সরকার পার্বত্য চট্টগ্রামে নানা অন্যায়-অবিচার চালিয়ে যাচ্ছে। সাজেকসহ বিভিন্ন স্থানে যেভাবে ভূমি বেদখল করা হচ্ছে এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আমাদের টিকে থাকা সম্ভব হবে না। তাই এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা দরকার।
বক্তারা ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে এলাকায় এলাকায় সংগঠিত হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণই হচ্ছে যে কোন আন্দোলনের প্রধান শক্তি। কাজেই, জনগণকেই এই সংঘাত বন্ধে সোচ্চার হতে হবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।