মহালছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার কেঙেলছড়ি দোকান থেকে আজ শুক্রবার (২১ এপ্রিল) বিকাল ৫টার দিকে ৪ ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তারা উক্ত দোকানে অবস্থান করছিলেন।
আটকৃতরা হলেন- মধু চাকমা (৩৫), সন্তু চাকমা(৩০), আশাপূর্ণ চাকমা (১৮) ও নির কুমার চাকমা (৪০)। তারা সবাই সাধারণ গ্রামবাসী।
আটকের পর তাদেরকে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরে তাদের সবাইকে কেঙেলছড়ি আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে তাদেরকে মারধর করার পর ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।