চট্টগ্রাম প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৩ জুন ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের লাইফু কার্বারি পাড়ায় সেটেলার বাঙালি কর্তৃক ৭ পাহাড়ি জুমচাষীর ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িত মো. আজিজুল গংদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম মহানগর শাখা।
আজ শনিবার (৩ জুন ২০২৩) বিকাল ৩টায় নগরীর ডিসি হিল থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব ঘুরে আন্দরকিল্লার মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরাম মহানগরের সভাপতি উচিংশৈ চাক শুভ’র সভাতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের মহানগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী জেসি চাকমা, ছাত্র ফেডারেশনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সাইফুর রুদ্র, পিসিপি মহানগর শাখার সভাপতি সোহেল চাকমা ও এলাকাবাসীর পক্ষ থেকে মোহন ত্রিপুরা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ১ জুন ২০২৩ সন্ধ্যা ৭টার সময় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের লাইফু কারবারি পাড়ায় সেটেলার সর্দার মো. আজিজুল গং কর্তৃক ৭ পাহাড়ি জুমচাষীর ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়েছে। উক্ত ঘটনার সাথে জড়িতদের এখনো গ্রেফতার করা হয়নি। পাহাড়ে যুগ যুগ ধরে পাহাড়িদের উপর জাতিগত নিপীড়ন চালিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থেকে তাদের ইতিহাস মুছে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে বলে বক্তারা মন্তব্য করেন।

তারা বলেন, পাহাড়ে সংঘটিত ডজনের অধিক গণহত্যা এবং গ্রামের পর গ্রামে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সেনা-প্রশাসনের সহযোগীতায় সেটেলারদের মানব অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে তারা পাহাড়িদের ওপর হামলাসহ বংশ পরম্পরার ভোগ দখলীয় ভুমি বেদখল করার ষড়যন্ত্র প্রতিনিয়ত করে যাচ্ছে।
সমাবেশ থেকে বক্তারা অগ্নিসংযোগের সাথে জড়িত সেটেলার মোঃ আজিজুল গংদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ১ জুন সন্ধ্যা ৭টার সময় মো. আজিজুল-এর নেতৃত্বে একদল সেটলার তবলছড়ি ইউপি’র লাইফু পাড়া এলাকায় ৭ পাহাড়ি জুমচাষীর জুম ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া যায়। সেটলারদের লাগিয়ে দেয়া আগুনে নিরীহ জুমচাষী চন্দ্র শিশি ত্রিপুরা (৬০), বিজয় ত্রিপুরা (২৮), বিপিন ত্রিপুরা (২৯), জ্ঞান জ্যোতি ত্রিপুরা (৫২), পিতা- বজেন্দ্র ত্রিপুরা; ৬. রহিম ত্রিপুরা (৪২), ৬. দহ ত্রিপুরা (৪৪) ও ৭. ধন ভূষণ ত্রিপুরা (৪৬) এর জুম ঘর পুড়ে ছাই হয়ে যায়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন