খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ব্রজেন্দ্র কার্বারী পাড়া এলাকায় বাঙালি কর্তৃক কসমতি ত্রিপুরা(১৪) নামে এক কিশোরীকে হত্যা করা হয়েছে। জানা যায়, গত ১৫ নভেম্বর বাড়ির পাশে ধানক্ষেত পাহারা দেওয়ার সময় কসমতি ত্রিপুরানিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পরও তাকে কোথাও পাওয়া যায়নি বলে তার আত্মীয়-স্বজনরা জানিয়েছেন। পরে স্থানীয়রাবনে কাজ করতে গিয়ে লাশটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ পার্শ্ববর্তী জঙ্গল থেকে তার বিকৃত লাশ উদ্ধার করে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শফিকুল ইসলাম (২৬) নামে একজনকে আটককরেছে বলে শীর্ষ নিউজ ডট কম সূত্রে জানা গেছে। এ ব্যাপারে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলাদায়ের করা হয়েছে।গতকাল ২৩ অক্টোবর ২০১০, মঙ্গলবার মাটিরাঙ্গা থানা পুলিশ ময়নাতদন্তের জন্যলাশটিকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।