বিলাইছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের দুই সদস্য গ্রেফতার, সেনারা ইউপিডিএফ অফিস বন্ধ করে দিয়েছে

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম

আজ ২৪ নভেম্বর ২০১০ বুধবার দুপুর ১২টারদিকে সেনাবাহিনীর সদস্যরা গণতান্ত্রিক যুব ফোরামের দুই সদস্যকে রাঙামাটিজেলার বিলাইছড়িস্থ ইউপিডিএফ-এর অফিস থেকে গ্রেফতার করেছেগ্রেফতারকৃতরাহলেন কাঙারাছড়ি ইউনিয়নের অধীন ঘিলাছড়ি গ্রামের সুমন চাকমা(২২), পিতা-শান্তিলাল চাকমা ও বাঙালকাবা গ্রামের মংপ্রু মারমা, পিতা- মংসিলা মারমা

আটককৃতরাআগামী ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়নবিরোধী কনভেনশনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেনতাদের কাছ থেকে এইকনভেনশনের জন্য জাতীয় মুক্তি কাউন্সিল কর্তৃক প্রকাশিত চাঁদার কূপন ছাড়াআর কোন কিছু পাওয়া যায়নি

তাদেরকে গ্রেফতারের পর সেনারা বিলাইছড়ি সদরে অবস্থিত ইউপিডিএফ-এর অফিসটি তালা মেরে বন্ধ করে দিয়েছে

ইউপিডিএফরাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমা ও গণতান্ত্রিক যুবফোরামের আহ্বায়ক মিঠুন চাকমা এক যুক্ত বিবৃতিতে উক্ত দুই সদস্যকেগ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তি দাবিকরেছেন

বিবৃতিতে তারা সেনাবাহিনী কর্তৃক বারংবার ইউপিডিএফ ও তারসহযোগী সংগঠনের শান্তিপূর্ণ গণতান্ত্রিক কার্যক্রমে হস্তক্ষেপের পরিণামশুভ হবে না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন

ইউপিডিএফ-এর রাঙামাটি জেলা ইউনিটের প্রেস সেকশানের দায়িত্বরত সোনামুনি চাকমার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More