মাটিরাঙ্গায় এক পাহাড়ি বৃদ্ধা নারীর লাশ উদ্ধার

    3
    6
    খাগড়াছড়ি প্রতিনিধি
    সিএইচটিনিউজ.কম
    খাগড়াছড়ি জেলার মাটরাঙ্গা উপজেলাধীন
    ১৯১ নং তাইন্দং মৌজার  হেডম্যান পাড়াআজ২২ আগস্ট ২০১২, বুধবারদুপুর ২টায় এক পাহাড়ি বৃদ্ধা নারীর লাশ পাওয়া গেছেনিহত ওই নারীরনাম ফুল কুমারী ত্রিপুরা(৮) স্বামী: কমলা কুমার ত্রিপুরা 
    জানা যায়, গ্রামের পার্শ্ববর্তী একটি ছড়ায় মাছ ধরতে গিয়ে ওই নারী ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুজির পর তার লাশ খুঁজে পায়। নিহতের শরীরেরহাতে ও গলায় আঘাতের চিহ্নরয়েছে বলে জানা গেছে। সেটলাররা তাকে হত্যা করে থাকতে পারে বলে গ্রামবাসীরা ধারণা করছেন।
    Print Friendly, PDF & Email

    3 মন্তব্য

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.