মাটিরাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা : দুর্নীতি হচ্ছে ক্যানসারের মত সর্বগ্রাসী

0
12

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
kg matiranga Campaign against corruption pic 30-03-2014দুর্নীতি হচ্ছে ক্যানসারের মত সর্বগ্রাসী। শুধুমাত্র মামলা দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে, তৃনমূল পর্যায়ে জনমত সৃষ্টি করে প্রতিরোধ গড়ে তুলতে হবে । মাত্র দশভাগ দুর্নীতি কমাতে পারলে দেশের জিডিপি বাড়বে একশতাংশ। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় রবিবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ (২৬ মার্চ-১ এপ্রিল) পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ এ কথা বলেন।

এ উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ন সড়ক পদক্ষিণ করে শেষ হয়। পরে মুক্তমঞ্চে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের চট্রগ্রাম বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, দুদক রাঙ্গামাটি কার্যালয়ের  উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মাহে আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, সাবেক মুক্তযোদ্ধা কমান্ডার রইস উদ্দিন, সততা সংঘের উপদেষ্ঠা নুরুল ইসলাম, প্রধান শিক্ষক কাজী আব্দুর রশিদ ও মো: আলী।

এউপলক্ষে দুর্নীতি বিরোধী শপথ গ্রহন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.